বাসন্তি
কাজী নজরুল ইসলাম
কুহেলীর দোলায় চড়ে
এলো ঐ কে এলো রে
মকরির কেতন উড়ে
শিমুলের হিঙুল বনে
পলাশের গেলাস দোলা
কাননের রং মহলা
ডালিমের ডালবু তলা
লালিমার আলিঙ্গণে
না যেতেই শীত কুহেলী
ফাগুনের ফুল সোহেলী
এলো কি রক্ত চেলি
করেছে বন উজালা
ভুলালী মন ভুলালী
ওলো ও শ্যাম দুলালী
তমালে ঢাল লিলালি
নীলিমায় লাল লেয়ালা
ওলো ও ব্যাস্ত বাগীস
মাধবের নকল নবীস
মধু রাহ নাই হতে ইস্
মাধবির কুঞ্জে হাজির
বলি ও মদন মোহন
না যেতেই শীতের কাঁপন
এলে যে থালায় এখন
ভরিনী কুমকুম আবীর
হারারা হরির গীতে
মাতিনি আজও শীতে
অধরেরর পিচকিরিতে
পরিনি প্রাণের হিঙুল
গাহেনি কোয়েল সাখি
মরলো গরল ভোখি
এখনই শ্যাম এলো কি
আসেনি অশোক শিমুল
মোরা সই বকছি মিছে
ওলো দেখ শ্যামের পিছে
এসেছে কে এসেছে
দোলে কার চেলির লালি
তখনই বলেছি ভাই
আমাদের এমান বৃথাই
এলে শ্যাম আসবে নিলাই
শ্রীমতি শ্যাম দুলালি
পৌষের রিক্ত শাখায়
বধু যেই বংশী বাজায়
নীল আগুন লাল হয়ে যায়
ফুলে হয় ফুলেল আকাশ
এলে শ্যাম বংশী ধারী
গোপনের গোপছে আড়ি
ফুল সব শ্যাম পিয়ারী
ভুলে যায় ছার গেহ পাস
সাতাসে মাঘ বাতাসে
যদি ভাই ফাগুন আসে
আঙনে রঙন হাসে
আমাদের সেই তো হরি
শ্রীমতির লাল কপোলে
দোলে লো পলাশ দোলে
পায়ে তার পদ্ম দোলে
দিলে কোন আনাকরি।
No comments:
Post a Comment